Web Analytics
Kazi nazrul islam Cover Image
Kazi nazrul islam Profile Picture
Kazi nazrul islam
@KazinazrulIslam
Category
Other

ত্রিশালে অবস্থানকালে কিশোর নজরুল স্কুলের দেয়ালে লিখেছিলেন-

image

নতুন পথের যাত্রা-পথিক
চালাও অভিযান!
উচ্চ কণ্ঠে উচ্চার আজ -
“মানুষ মহীয়ান!”
চারদিকে আজ ভীরুর মেলা,
খেলবি কে আর নতুন খেলা?
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কি উজান?
পাতাল ফেড়ে চলবি মাতাল
স্বর্গে দিবি টান্।।

সরল সাজের নাইরে সময়!!
________কাজী নজরুল ইসলাম

ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে।।
যে ফুল ঝরিল ভোর রাতে
সে ঘুমায় তাহার সাথে
ঝরাপাতার মন্দিরে।।
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে’
ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে।
ছলছল চোখে শুকতারা
হেরিছে পলক-হারা
তার বিদায় বেলার সঙ্গীরে!

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে,,,।
-কাজী নজরুল ইসলাম