দাম কম বা বেশি যাই হোক দেশি পিয়াজ কিনবো, কৃষক বাচাও,দেশ বাঁচবে।
মন চাইলে রপ্তানি বন্ধ আবার চাইলেই রপ্তানি চালু।
যার খেসারত আমরা গত দু'বছর দিয়েছি।
আর নয়।

দাম কম বা বেশি যাই হোক দেশি পিয়াজ কিনবো, কৃষক বাচাও,দেশ বাঁচবে।
মন চাইলে রপ্তানি বন্ধ আবার চাইলেই রপ্তানি চালু।
যার খেসারত আমরা গত দু'বছর দিয়েছি।
আর নয়।
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন।
তবে কেন এক নয় হে মুসলমান,,,
এক হও এক হও করি আহবান। ❤️❤️
Happy New Year 2021.
এই শতাব্দী হারানো ঐতিহ্য ও সম্মান ফিরে পাবার ইনশাআল্লাহ।
◾নবী করীম সা: এর একটা হাদিস প্রতি 100 বছর পর পর বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্তের জন্য এমন এক ব্যক্তি কে আল্লাহ তা'লা পাঠান যার মাধ্যমে মুসলমানদের "ঈমান" সেই চৌদ্দশ বছর আগের ঈমানে রূপান্তরিত হয়।
সেই হিসেবে মুসলমানরা বিশ্ব নেতৃত্বের হারিয়েছে ১৯২৪ সালের মার্চ মাসে উসমানীয় খিলাফতের পতনের মাধ্যমে। আবার ১০০ বছর পর বিশ্ব নেতৃত্বের ফিরে পাবে অর্থাৎ ইংরেজি বছর অনুযায়ী ২০২৪,আরবি বছর অনুযায়ী ২০২১ সালে বা এই শতাব্দীর শুরুর দিকে ইনশাআল্লাহ।
◾হাদিসের আলোকে-
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ،
أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شَرَاحِيلَ بْنِ يَزِيدَ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِيمَا أَعْلَمُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ الإِسْكَنْدَرَانِيُّ لَمْ يَجُزْ بِهِ شَرَاحِيلَ .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ এই উম্মাতের জন্য প্রতি একশত বছরের শিরোভাগে এমন লোকের আবির্ভাব ঘটাবেন, যিনি এই উম্মাতের দীনকে তার জন্য সঞ্জীবিত (পুনরূজ্জীবিত) করবেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৯১
হাদিসের মান: সহিহ হাদিস
◾সুতরাং বোঝাই যাচ্ছে আগামী বিশ্ব মুসলমানদের বিশ্ব। আর এজন্যই মুসলিম নিধনে অমুসলিম বিশ্বঃ উঠে পড়ে লেগেছে। মুসলমান জাতির উপরে নির্যাতন, নিপিরণের চরম মাত্রায় পৌঁছেছে।
#খেলাফত ইস লোডিং
◾নবী করীম সা: এর একটা হাদিস সমস্ত অমুসলিম বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। যেটা হলো 2024সাল।(আল্লাহ ভালো জানেন) প্রতি 100 বছর পর পর বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্তের জন্য এমন এক ব্যক্তি কে আল্লাহতালা পাঠান যার মাধ্যমে মুসলমানদের "ঈমান" সেই চৌদ্দশ বছর আগের ঈমানে রূপান্তরিত হয়। সেই হিসেবে মুসলমানরা বিশ্ব নেতৃত্বের হারিয়েছে ১৯২৪ সালের মার্চ মাসে উসমানীয় খিলাফতের পতনের মাধ্যমে। আবার ১০০ বছর পর বিশ্ব নেতৃত্বের ফিরে পাবে অর্থাৎ ২০২৪ সালে ইনশাআল্লাহ।
◾হাদিসের আলোকে-
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ،
أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شَرَاحِيلَ بْنِ يَزِيدَ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِيمَا أَعْلَمُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ الإِسْكَنْدَرَانِيُّ لَمْ يَجُزْ بِهِ شَرَاحِيلَ .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ এই উম্মাতের জন্য প্রতি একশত বছরের শিরোভাগে এমন লোকের আবির্ভাব ঘটাবেন, যিনি এই উম্মাতের দীনকে তার জন্য সঞ্জীবিত (পুনরূজ্জীবিত) করবেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘আবদুর রহমান ইবনু শুরাইহ আল-ইসকান্দারানীও এ হাদীস বর্ণনা করেছেন, কিন্তু তিনি শারাহীল-এর অতিরিক্ত বর্ণনা করেননি।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৯১
হাদিসের মান: সহিহ হাদিস
◾সুতরাং বোঝাই যাচ্ছে আগামী বিশ্ব মুসলমানদের বিশ্ব। আর এজন্যই মুসলিম নিধনে অমুসলিম বিশ্বঃ উঠে পড়ে লেগেছে। মুসলমান জাতির উপরে নির্যাতন, নিপিরণের চরম মাত্রায় পৌঁছেছে। কারণ তারাও জানে আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবীl