Web Analytics
Translate   2 months ago

তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়‍্যব এরদোগানের ভূয়সি প্রসংশা করেছে আমেরিকার মুসলিম সংগঠন সমূহের জোট ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশনস। এসংবাদ জানিয়েছে তুরস্কের আরবী সংবাদমাধ্যম তুরকিয়া আল উসমানীয়্যাহ।

কঠিন সময়ে আমেরিকার বিভিন্ন মুসলিম সংগঠনের পাশে থাকার কারণে তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়‍্যব এরদোগানকে প্রসংশা করেছে আমেরিকার মুসলিম সংগঠন সমূহের জোট ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশনস (USCMO)। গত রবিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এরদোগান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উক্ত সংগঠনের সদস‍্যমন্ডলী তুরস্কের রাষ্ট্রপতিকে প্রসংশা করেছেন।

সংগঠনের সেক্রেটারি উসামাহ জামাল করোনা ভাইরাসের সংকটে এরদোগানের ভূমিকাকে 'প্রসংশার যোগ‍্য' বলে বর্ণনা করেছেন। সংগঠনের অপর এক সদস্য ও আমেরিকার মুসলিম সংগঠন CAIR এর প্রধান তাঁর বক্তব্যে এরদোগানের করোনা সংকটকালীন প্রচেষ্টার প্রসংশা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের ওয়াশিংটন দূত সরদার কিলিজ। তিনি করোনা মহামারীতে তুরস্কের অবদানের কথা উল্লেখ করে জানান যে, তুরস্ক করোনা সংকটে সাধ‍্যমত ব‍্যায় ও প্রচেষ্টা করেছে এবং সারা বিশ্বে করোনা সংকটকালীন সারা বিশ্বের অভাবী ও ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ সিরিয়া, ফিলিস্তীন , কাশ্মীর প্রভৃতি বিষয়ে তুরস্কের ইতিবাচক দৃঢ় অবস্থানের জন্য এরদোগানের ভূয়সি প্রসংশা করেছেন।

উল‍্যেখ‍্যঃ ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশনস হল আমেরিকার নেতৃস্থানীয় দেশীয় ও আঞ্চলিক মুসলিম সংগঠন সমূহের বৃহত্তম ঐক‍্যজোট।

image