Web Analytics

love sad story


একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প

.

 

একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প

 

একটি ছেলে তার প্রেমিকার "আমি তোমাকে ভালবাসি, তোমাকে মিস করি" এই টাইপ মেসেজ পেতে পেতে বিরক্ত হয়ে যেত !

এক রাতে প্রেমিকার কাছ হালকা কথা কাটাকাটির পর সে মোবাইল সাইলেন্ট করে দিলো, অনেকগুলো ফোন আসলো, একটি মেসেজ আসলো, কিন্তু সে সেটি না পড়ে ঘুমিয়ে গেল।

... পরদিন ভোর বেলায় মেয়ের মা'র ফোনে তার ঘুম ভাঙ্গল। মা বললেন, তার মেয়ে গতকাল রাতে এক্সিডেন্টে মারা গিয়েছে।

বাকরুদ্ধ ছেলেটি তখন মেসেজটি চেক করলো। লেখা ছিল --

" প্লিজ, তুমি বাসার সামনে বের হও, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই কাউকে না জানিয়ে এত রাতে বের হয়েছিলাম,

আমি এক্সিডেন্ট করেছি, আমার অবস্থা খুবই খারাপ, একবার তোমাকে দেখবো, আই এম সরি....

জীবনে কখনই কোন কিছু ইগ্নোর করবেন না।

 https://www.youtube.com/channel/UCHmHYnZpjZyb2h_j3vX93Sw